• কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করবেন ড. ইউনুস
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শ্রম আইন লঙ্ঘনের মামলায় বাংলাদেশ গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল পুরষ্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে রায় দিয়েছে আদালত, তার বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী আবদুল্লাহ আল মামুন। সোমবার ঢাকার বিজয়নগরে শ্রম ভবনে তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা ইউনুস সহ চার জনকে জেলের সাজা শোনান। রায়ে ড. ইউনুস সহ চারজনকে ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে চার জনকে ৩০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। পরে আপিলের শর্তে ড. ইউনুস সহ চার জনকে এক মাসের জামিন দিয়েছে আদালত। রায় ঘোষণার পর কড়া পুলিশি নিরাপত্তায় ড. ইউনুসকে আদালত থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। তখনই ড. ইউনুস বলেন, ‘যে দোষ করিনি, সেই দোষের শাস্তি পেলাম।’‌ 
  • Link to this news (আজকাল)