• ‌এক দিনে ১৫৫ বার কম্পন অনুভূত হল জাপানে, বাড়ছে মৃতের সংখ্যা...
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ২৪ ঘণ্টায় ১৫৫ বার কম্পন অনুভূত হয়েছে জাপানে। সেখানকার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মৃদু এবং মাঝারি মাত্রার কম্পনে ১৫৫ বার কেঁপে উঠেছে জাপান। এগুলির মধ্যে রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ যে মাত্রা ধরা পড়েছে, তা হল ৭.৬। দ্বিতীয় সর্বোচ্চ কম্পনের মাত্রা ৭.‌৫। তারপর ৬। অন্য কম্পনগুলির অধিকাংশেরই মাত্রা ৩ বা তারও কম। তবে এগুলি কম্পন বা ভূকম্প পরবর্তী কম্পন (আফটারশক), তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ভূমিকম্প ও সুনামির জেরে একেবারে বিধ্বস্ত জাপান। এখনও অবধি সরকারিভাবে মৃতের সংখ্যা ৩০ বলে জানা গেছে। তবে ধ্বংসস্তূপ সরালে হতাহতের সংখ্যা অনেক বাড়তে বলে আশঙ্কা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার। সোমবার দুপুরে জাপানের মূল ভূমিকম্পটির কেন্দ্র ছিল হনসু দ্বীপের ইশিকাওয়া। যার মাত্রা ছিল ৭.৫। ভূমিকম্পের পরেই জাপানের বেশ কয়েকটি উপকূল এলাকায় সুনামি সতর্কতা জারি হয়। পশ্চিম উপকূল সংলগ্ন একাধিক শহরে ফুঁসে ওঠে সমুদ্র। কোথাও কোথাও ঢেউয়ের উচ্চতা চার ফুট পর্যন্ত ওঠে। ভূমিকম্পের পর এখনও পর্যন্ত জাপানের প্রায় ৩৩ হাজার বাড়ি বিদ্যুৎহীন। ভাঙা রাস্তা ধরে এগোতে গিয়ে বার বার বাধার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারী দল এবং সেনাকে। অন্তত এক হাজার মানুষকে সেনা শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে উত্তর প্রান্তের নোটো উপদ্বীপে এখনও পৌঁছতে পারেনি উদ্ধারকারী দল। মঙ্গলবার ভোরে জরুরি বৈঠকে বসে দ্রুত উদ্ধারকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী কিশিদা। শহরগুলির মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের নিরিখে এগিয়ে ওয়াজিমা।
  • Link to this news (আজকাল)