• ‌ নতুন বছরের শুরুতেই হিংসা মণিপুরে, মৃত চার
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ নতুন বছরের শুরুতেই ফের হিংসা ছড়াল মণিপুরে। সোমবার রাতে উপত্যকার থৌবল জেলার লিলং এলাকায় সশস্ত্র দুষ্কৃতীদের গুলিতে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। পাঁচ জন গুরুতর আহত। ঘটনার পরেই ইম্ফল উপত্যকায় অবস্থিত রাজ্যের পাঁচ জেলা–থৌবল, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, কাকচিং এবং বিষ্ণুপুরে কারফিউ জারি করা হয়েছে। যারা গুলি চালিয়েছে, তাদের এখনও শনাক্ত করা যায়নি। গ্রামে ঢুকেই স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে নির্বিচারে তারা গুলি চালায় বলে অভিযোগ। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রাত ৮টা নাগাদ আচমকা হামলা চালায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হতাহতেরা প্রত্যেকেই পোঙ্গল মুসলিম সম্প্রদায়ের। এই হামলার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় মণিপুর পুলিশ ও অসম পুলিশের কর্তারা। ভিডিও বার্তায় এই ঘটনার নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। লিলংয়ের বাসিন্দাদের এলাকায় শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করেছেন তিনি। মঙ্গলবারই রাজ্যের মন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন তিনি। 
  • Link to this news (আজকাল)