• নতুন বছরের শুরুতেই ইউক্রেনে ড্রোন হামলা চালাল রাশিয়া
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ সোমবার নতুন বছরের শুরুতেই ইউক্রেনে ৯০টি ড্রোন হামলা চালাল রাশিয়া। রবিবার রাত থেকে সোমবারের মধ্যে এই হামলা চালায় রাশিয়া। ড্রোন হামলায় ১৫ বছরের এক কিশোর মারা গেছে। এছাড়া আহত হয়েছেন সাত জন। হামলার জেরে বন্দর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। পশ্চিম ইউক্রেনের এলভিভে রুশ ড্রোনের আঘাতে একটি মিউজিয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা ইউক্রেনে রাশিয়ার দখলকৃত এলাকায় হামলা চালায় ইউক্রেন। তাতে চার জন মারা যান। আহতের সংখ্যা ১৩। রাশিয়া জানিয়েছে, এই হামলায় সাংবাদিকও আহত হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে অন্তত ১০০টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোঁড়ে রাশিয়া। এর একদিন পরেই রাশিয়ার ভিতরেও মিসাইল হামলা চালায় ইউক্রেন। রুশ বাহিনীর চালানো হামলায় মারা গেছেন অন্তত ৪০ জন ইউক্রেন সেনা। ইউক্রেনের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি শহর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
  • Link to this news (আজকাল)