• নতুন বছরের শুরুতেই অগ্নিপরীক্ষা টিম ইন্ডিয়ার
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরের শুরুতেই অগ্নিপরীক্ষা ভারতীয় ক্রিকেট দলের সামনে। বছরের প্রথম টেস্ট জিততে হবে তাঁদের, নাহলে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ হারবে ভারত। কেপটাউনে এখন কঠোর অনুশীলনে মত্ত ভারতীয় ক্রিকেটাররা। তারই মাঝে অতি আগ্রহী ক্যামেরাপার্সনদের অনুশীলন চলাকালীন দূরে সরিয়ে দিলেন বিরাট কোহলি। প্রথম টেস্টে এক ইনিংস এবং ৩২ রানে হেরেছে ভারতীয় দল। তাসের ঘরের মত ভেঙে পড়েছে ভারতীয় ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় টেস্টে অশ্বিনের জায়গায় খেলতে পারেন রবীন্দ্র জাদেজা। অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় খেলতে পারেন মুকেশ কুমার। ভারতীয় দলের অনুশীলন ক্যামেরাবন্দি করার জন্য উৎসাহী ফটোগ্রাফাররা ভিড় করেছিলেন। ঠিক তখনই তাঁদেরকে সেখান থেকে সরে যেতে বলেন বিরাট কোহলি। বিরাট বলেন, অনুশীলনের সময় অহেতুক ছবি তোলা হলে ক্রিকেটারদের মনোঃসংযোগে বিঘ্ন ঘটে। তাই তাঁদের সরে যেতে বলা হয়েছে। প্রথম টেস্টে হারের পর প্রাক্তন ভারতীয় ওপেনার সুনীল গাভাসকার ভারতীয় দলের কঠোর সমালোচনা করেন। এবার বছরের প্রথম টেস্ট জিতে সিরিজ ড্র করার কঠিন চ্যালেঞ্জ রোহিত ব্রিগেডের সামনে। 
  • Link to this news (আজকাল)