• বিদেশি লিগে খেলার অনুমতি নেই, আফগান স্পিনারকে নিয়ে সমস্যায় কেকেআর...
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের নিলামের কয়েকদিন যেতে না যেতেই সমস্যায় কলকাতা নাইট রাইডার্স। মুজিব উর রহমানের খেলা নিয়ে সংশয় দেখা গিয়েছে। আইপিএলের নিলামে ২ কোটি দিয়ে তাঁকে কিনেছে কেকেআর। কিন্তু মুজিবকে কোনও বিদেশি লিগে খেলার অনুমতি দেয়নি আফগানিস্তান ক্রিকেট সংস্থা। এটা জানার পরই বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডস তাঁকে প্রথম একাদশ থেকে বাদ দিয়েছে। প্রথমে তাঁরা জানায়, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কোনও বিজ্ঞপ্তি পায়নি। কিন্তু আজ বিগ ব্যশের দলের পক্ষ থেকে জানানো হয়, আফগান বোর্ডের বিজ্ঞপ্তি তাঁরা পেয়েছে। তাঁদের দলের হয়ে আপাতত খেলতে পারবেন না মুজিব। তাই তাঁকে প্রথম একাদশের বাইরে রাখা হয়েছে। কেকেআরেরও কি একই হাল হবে? আফগান স্পিনারকে নিয়ে চাপে কলকাতা ফ্র্যাঞ্চাইজি। তাঁকে আদৌ পাওয়া যাবে কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। শেষপর্যন্ত মুজিবকে খেলানো না গেলে তাঁর পরিবর্তে অন্য কোনও ক্রিকেটারকে নিতে পারবে কেকেআর। প্রসঙ্গত, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সই করতে চাননি মুজিব। সেই কারণেই তাঁকে বিদেশের লিগে খেলার অনুমতি দেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড। 
  • Link to this news (আজকাল)