• রোগীকে আইসিইউতে ভর্তি করানোয় নয়া নিয়ম জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক...
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নয়া নির্দেশিকা। এবার থেকে অসুস্থ রোগী বা তাঁর পরিবারের অনুমতি ছাড়া তাঁকে আইসিইউতে ভর্তি করা যাবে না। ২৪ জনের একটি বিশেষজ্ঞ দল এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। যদি রোগীর পরিস্থিতি খারাপের দিকেও যায় তবেও রোগীর পরিবার বা খোদ রোগীর অনুমতি ছাড়া তাঁকে আইসিইউতে ভর্তি করা যাবে না। তবে মহামারী, প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না বলেই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সাধারণত রোগীর পরিস্থিতি অত্যন্ত খারাপ হলে বা দেহের কোনও অঙ্গপ্রত্যঙ্গ বিকল না হলে রোগীকে আইসিইউতে ভর্তি করা হয় না। অনেক সময় হাসপাতালগুলির দিকে অভিযোগের তির ওঠে তারা নাকি জোর করে রোগীকে আইসিইউতে ভর্তি করিয়ে দেন। তবে এবার কেন্দ্রীয় সরকারের এই নির্দেশের ফলে হাসপাতাল কর্তৃপক্ষের আর কোনও দায় থাকবে না। সবটাই রোগী বা তাঁর পরিবারের ওপর বর্তাবে। 
  • Link to this news (আজকাল)