• রাম রাজ্য আসছে, রামমন্দির উদ্বোধনের আগে দাবি প্রধান পুরোহিতের ...
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রামমন্দিরের উদ্বোধন ২২ জানুয়ারি। তার আগে মন্দিরের সাজ সজ্জা, রাম লালার মূর্তি সহ একাধিক বিষয়ে তুঙ্গে প্রস্তুতি। চলছে রাজনৈতিক তরজাও। তারমাঝেই রামমন্দিরের প্রধান পুরোহিত দাবি করলেন, রাম রাজ্য আসছে। সঙ্গেই বলেছেন, অযোধ্যার মন্দির উদ্বোধন এবং ২০২৪-এর লোকসভা নির্বাচন, দুটোই শুভ। সোমবার সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে কথা বলার সময় আচার্য সত্যেন্দ্র দাস বলেন, "শুধু শান্তি নয়, আসছে রাম রাজ্য। রাম লালাকে গর্ভগৃহে স্থাপন করা হবে।" দুঃখ, বেদনার বিলুপ্তি ঘটে সকলে খুশি এবং সুখী থাকবেন বলে জানিয়েছেন তিনি। রাম মন্দিরের উদ্বোধনের আগে এই মুহূর্তে মন্দিরের প্রধান পুরোহিতের ব্যস্ততা তুঙ্গে। সবদিকে চোখ বুলিয়ে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতির। তার মাঝেই দেশের সাধারণ জনগণের জন্য বার্তা দিয়েছেন তিনি।
  • Link to this news (আজকাল)