• কেন্দ্রের নয়া পরিবহণ আইনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ...
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রের নয়া পরিবহণ আইনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ট্রাক চালকদের। মহারাষ্ট্র, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের ঢেউ। বিক্ষোভের চিত্র ধরা পড়েছে দেশের একাধিক পেট্রোল পাম্পেও। হিট অ্যান্ড রান নিয়ে ব্রিটিশ আমলের পরিবহণ আইনকে বদলে ফেলেছে কেন্দ্র। সেই নিয়েই দেশজুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন ট্রাক চালকরা। মহারাষ্ট্রের একাধিক জায়গায় রাস্তা রোকো বিক্ষোভ দেখানো হচ্ছে। থানে জেলার মীরা ভাইন্দর এলাকায় মুম্বাই-আমেদাবাদ হাইওয়ের ওপর অবরোধ দেখান চালকরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের ওপর ইটবৃষ্টি করা হয়। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতও। ছত্তিশগড়ের ১২,০০০-এরও বেশি বেসরকারি বাস চালকরা ধর্মঘট ঘোষণা করেছেন। রায়পুর, বিলাসপুর, দুর্গ এবং রাজনন্দগাঁওয এবং অন্যান্য শহরে আটকে পড়েছেন যাত্রীরা। গত রবিবার পশ্চিমবঙ্গের ডানকুনি এলাকায় তুমুল বিক্ষোভ দেখানো হয় এই পরিবহণ আইনের প্রতিবাদে। প্রায় তিন ঘণ্টার ওপর অবরুদ্ধ থাকে জাতীয় সড়ক। লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে গাড়ি। মধ্যপ্রদেশের ভোপালে আন্দোলন করেন বাস চালকরা। বন্ধ রাখা হয় বাস পরিষেবা। অবরোধ করা হয় রাস্তা। ব্যাপক অসুবিধার মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের।
  • Link to this news (আজকাল)