• কেন্দ্রের নতুন পরিবহন নীতির প্রতিবাদে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে জাতীয় সড়ক অবরোধ ট্রাক চালকদের ...
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্র সরকারের নতুন পরিবহন নীতির প্রতিবাদে ট্রাক এবং লরি চালকদের বিক্ষোভে মঙ্গলবার সকাল থেকে ব্যাহত হচ্ছে মুর্শিদাবাদ জেলার ৩৪ নম্বর জাতীয় সড়কের যাতায়াত ব্যবস্থা। আজ সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ট্রাক চালকেরা। তবে পুলিশ হস্তক্ষেপে আধ ঘন্টার মধ্যে পথ অবরোধ তুলে নেন ট্রাক চালকেরা।  মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ নবগ্রাম থানার পলসন্ডা মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বেশ কিছু ট্রাক চালক। দুপুরে ফারাক্কাতেও পথ অবরোধ করেন ট্রাক চালকেরা। বিক্ষোভরত চালকরা বলেন, আমরা জানতে পেরেছি কেন্দ্র সরকার নতুন যে পরিবহন নীতি চালু করতে চলেছে তাতে লরি বা ট্রাক দুর্ঘটনায় কোনও ব্যক্তির মৃত্যু হলে এবং দুর্ঘটনার পর গাড়ি চালক এলাকা থেকে পালালে তার দশ বছরের জেল অথবা ৭ লক্ষ টাকা জরিমানা হবে। লরি চালকেরা বলেন, কোনও লরি চালক ইচ্ছা করে পথ দুর্ঘটনা ঘটায় না। অনেক সময় অন্য গাড়ি চালকের দোষেও পথ দুর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনার পর ট্রাক চালক যদি এলাকাতে দাঁড়িয়ে থাকেন তাহলে হয়তো উত্তেজিত জনতা তাকে পিটিয়ে মেরে ফেলবে। তখন তার দায় কে নেবে? জেলাতে বিক্ষোভরত ট্রাক চালকরা বলেন, কেন্দ্র সরকার যদি এই আইন পাস করায় তাহলে আমরা আর ট্রাক চালাব না। গোটা দেশ জুড়ে লরি এবং ট্রাক ধর্মঘট শুরু হবে। সমস্ত লরি এবং ট্রাক চালক তাদের ড্রাইভিং লাইসেন্স পুড়িয়ে ফেলবে।
  • Link to this news (আজকাল)