• লোকাল ট্রেনে মশারি খাটিয়ে ঘুম, ভাইরাল ছবি ‌‌ঘিরে হইচই
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: ট্রেনের ভেতর মশারি। সম্প্রতি এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যাপকভাবে ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি লোকাল ট্রেনের কামরায় মশারি খাটিয়ে দিব্যি ঘুমিয়ে ঘুমিয়ে যাত্রা করছেন। সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষ। এবার আরপিএফের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, আগামীদিনে এই ধরনের ঘটনা ঘটলে চরম শাস্তি পেতে হতে পারে যাত্রীদের। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ভাইরাল হয়েছে, সেই ছবিটি ভোরের ডাউন কাটোয়া লোকালের। সূত্রের খবর, ভোরের প্রথম কাটোয়া লোকালে কিছু ব্যবসায়ী প্রতিদিন হাওড়া আসেন। তারাই বাড়ি থেকে মশারি নিয়ে আসেন। ট্রেনের মধ্যে সেই মশারি খাটিয়ে ঘুমিয়ে গন্তব্যে পৌঁছে যান। আর এর ফলে অন্য যাত্রীদের অসুবিধায় পড়তে হয়। তাই সেই কথা ভেবে কড়া প্রদক্ষেপ নিয়ে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ। নতুন বছরের প্রথম দিনে এই বিষয়ে আরপিএফের আইজি জানিয়েছেন, ট্রেনে অন‌্য যাত্রীদের অসুবিধায় ফেলে কোনও আচরণ করলে তা মেনে নেওয়া হবে না। ট্রেনে যাত্রার সময় নিজের সুবিধা তৈরি করলে ওই যাত্রীকে রেলের আইন মেনে গ্রেপ্তার করা হবে। এর জন্য একটি বিশেষ গ্রুপ তৈরি করা হয়েছে। যারা ট্রেনে তল্লাশিও চালাবে। বিশেষত ভোর ও গভীর রাতের ট্রেনগুলোতে নজরদারি চালানো হবে। রেল কর্তৃপক্ষের মতে, মশারি খাটিয়ে দেওয়া মানেই লোকাল ট্রেনে অন্যান্য যাত্রীদের অসুবিধা সৃষ্টি করা। 
  • Link to this news (আজকাল)