• ‌ভাদু শেখ খুনে অভিযুক্ত ছোট লালনের মৃত্যু ক্যানসারে
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বগটুই কাণ্ডে মৃত অভিযুক্ত ছোট লালন। ভাদু শেখ খুনে জড়িত থাকার অভিযোগে সিবিআই গ্রেপ্তার করেছিল কামরুল শেখ ওরফে ছোট লালনকে। জানা গেছে, জেল হেফাজতে থাকাকালীন ক্যানসারে ভুগছিল সে। কয়েকদিন রোগভোগের পর মারা গেল লালন। বাড়িতেই মৃত্যু হয়েছে তার। প্রসঙ্গত, এর আগে বগটুই কাণ্ডে আরেক অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয়েছিল। ২০২২ সালের ২১ মার্চ সন্ধ্যায় বীরভূমের রামপুরহাটের বগটুই মোড়ে বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে ও গুলি করে খুন করা হয়। এর পর একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর খুনের ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। কামরুল শেখ ওরফে ছোট লালনকে গ্রেপ্তার করা হয়। জেল হেফাজতে থাকাকালীন তার মুখে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার জন্য মাসদুয়েক আগে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। কলকাতার এক হাসপাতালে তার চিকিৎসা চলছিল। গত তিন–চারদিন আগে তাকে রামপুরহাটের বাড়িতে নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে ছোট লালনের মৃত্যু হয়।  
  • Link to this news (আজকাল)