• বৃন্দাবন থেকে ১০ বছর পর ফিরবেন ১০৬ বছরের রেণু মা
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৪
  • তপশ্রী গুপ্ত: শতাব্দীর থেকেও প্রাচীন তিনি। ১০ জানুয়ারি পা দেবেন ১০৬ বছরে। গত এক দশক ধরে রেণু মা–র ঠিকানা বৃন্দাবনের মৈত্রীঘর আশ্রম। আরও দুশোজন অবলম্বনহীন বিধবার সঙ্গে ২০১৪ সাল থেকে বর্ণহীন দিনযাপন তাঁর। তবে রেণু মা–র এই নিস্তরঙ্গ জীবনে সম্প্রতি একঝলক খোলা হাওয়ার ঝাপটা। দীর্ঘ দশ বছর পর ‘‌বাড়ি’‌ ফেরার সুযোগ এসেছে। না, রেণু মা–কে ফিরিয়ে নিতে কেউ আসেনি বৃন্দাবনে। সাধারণত আসেও না একবার কোনওমতে ‘‌বেড়াল পার’‌ করতে পারলে। পরিবারের কাছে এঁরা বোঝা, কাঁধ থেকে নামানোর সুযোগ একবার পেলে আর ফিরে তাকায় না স্বজন। রেণু মা–কে ঘরে ফেরানো তো দূরের কথা, গত দশ বছরে তাঁর সঙ্গে দেখা করতেও কেউ আসেনি বৃন্দাবনে। একমাত্র মেয়ে অসুস্থ ছিল অনেকদিন, সেও মারা যায়‌ বছর চারেক আগে। ফলে কলকাতার শহরতলি বেলঘরিয়ার বাড়ির সঙ্গে যোগাযোগের সুতোটা প্রায় কেটেই যায়। এতদিন পর ঘরে না হলেও বাংলায় ফেরার ডাক পেয়েছেন রেণু মা। তাই হুইলচেয়ারে বসেও ছটফট করছেন আনন্দে। শরীর বিশ্বাসঘাতকতা না করলে জন্মদিনের দু’‌দিন পরই ১২ জানুয়ারি কলকাতার মাটিতে পা রাখবেন ১০৬ বছরের তরুণী রেণু মা। শুধু তাই নয়, তাঁর হাতেই উদ্বোধন হবে আলোকচিত্র প্রদর্শনী ‘‌লেস্ট উই ফরগেট– আ সিস্টারহুড কলড হোয়াইট’‌। বিষয়বস্তু বৃন্দাবনের বাঙালি বিধবাদের দিনযাপন। ভিস্যুয়াল স্টোরিটেলার হিসেবে ইতিমধ্যেই নামডাক হয়েছে কৌন্তেয় সিনহার। তাঁর ভাবনায় রাণা পান্ডে লেন্সের ভিতর দিয়ে ধরেছেন এক অজানা জগৎ। একুশ শতকের প্রযুক্তি ও বৈভব বিস্ফোরণ থেকে অনেক দূরের সেই ধূসর গুহায় মাকড়সার জালের মতো বিছিয়ে থাকে নির্মম অতীত আর মিথ্যে অপেক্ষা। তবে তার মধ্যেও ভাল থাকার চেষ্টা করেন কেউ কেউ। যেমন রেণু মা। এই বয়সেও পুজোপাঠ তো আছেই, ছবি আঁকেন, এমনকী হালকা ব্যায়ামও করেন। এই প্রাণবন্ত স্বভাবের জন্যই আশ্রমে এত জনপ্রিয় রেণু মা। মানবাধিকার কর্মী উইনি সিং যিনি বৃন্দাবনে মৈত্রীর দুটি আশ্রম চালান, তিনি রীতিমতো উচ্ছ্বসিত এই আবাসিককে নিয়ে। বললেন, ‘‌মেয়ের মৃত্যুর পর একেবারে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন রেণু মা। আমরা ওঁকে বেড়াতে নিয়ে যেতাম, মন ভাল রাখার চেষ্টা করতাম। এখন অনেকটা স্বাভাবিক হয়েছেন। খুব ভাল লাগছে উনি কলকাতা যাবেন, গণ্যমান্য মানুষদের সঙ্গে প্রদর্শনী উদ্বোধন করবেন।’‌ কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে ১৩ থেকে ১৯ জানুয়ারি চলবে প্রদর্শনী। রেণু মা–র মুখে ঝলসাবে ফ্ল্যাশবাল্ব। তবু তাঁর মন নিশ্চয়ই পড়ে থাকবে একটু দূরের বেলঘরিয়ায়। কাছে, তবু অনেক দূর ফেলে আসা বাড়ি।‌‌
  • Link to this news (আজকাল)