• এখনই কাউকে গ্রেপ্তার নয়, কামদুনি মামলায় রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট...
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কামদুনি মামলায় রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। দুই পক্ষের থেকেই জবাব শুনবে আদালত। রাজ্য এবং অভিযু্ক্তদের থেকে জবাব তলব করে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। কামদুনি ধর্ষণ মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। মঙ্গলবার সেই মামলারই শুনানি ছিল। এখনই কাউকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়নি। হলফনামা আকারে জবাব তলব করা হয়েছে। উল্লেখ্য, কামদুনি মামলায় সিআইডি আট জনকে গ্রেপ্তার করেছিল। তাঁদের মধ্যে তিনজনকে ফাঁসির সাজা রদ করে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বাকিদের বেকসুর খালাস করে দেওয়া হয়। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। আবেদন করা হয় রাজ্য সরকারের তরফেও।
  • Link to this news (আজকাল)