• ‌ফিরল শীতের আমেজ, স্থায়ী হবে কত দিন'‌
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ নতুন বছরের দ্বিতীয় দিনে সামান্য নামল সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.‌৫ ডিগ্রি। কলকাতা–সহ বিভিন্ন জেলায় এক থেকে দুই ডিগ্রি নেমেছে তাপমাত্রা। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ বজায় থাকবে। যদিও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। জানা গেছে, আরব সাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ আগামী ২৪ ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর অভিমুখ উত্তর দিক। তার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। বৃহস্পতি থেকে শনিবার অবধি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে। বজায় থাকবে ঘন কুয়াশার দাপট। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। সান্দাকফু–সহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা।
  • Link to this news (আজকাল)