সংঘর্ষ দুই বিমানের! জ্বলল আগুন, আতঙ্কে কয়েকশো যাত্রী...
২৪ ঘন্টা | ০২ জানুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন বছরে একের পর এক বিপর্যয়ের কবলে পড়ছে সূর্যোদয়ের দেশ জাপান। ভূমিকম্প, সুনামির পরে এবার আগুন। আগুন রানওয়েতে। টোকিয়ো-হানেডা এয়ারপোর্টে ঘটেছে এই দুর্ঘটনা। আতঙ্কিত প্রায় ৪০০ জন যাত্রী।
টোকিয়ো-হানেডা এয়ারপোর্টের রানওয়েতে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সংঘর্ষ বাধে একটি কোস্ট গার্ড প্লেনের। এই সংঘর্ষের জেরে যাত্রীবাহী বিমানটিতে আগুন লেগে যায়। মোট ৩৬৭ জন যাত্রী ছিলেন বিমানে। জানা গিয়েছে, তাঁদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ওদিকে কোস্ট গার্ড বিমানটিতে ছিলেন ছয়জন কর্মী। তাঁদের একজনকে তখনই উদ্ধার করা সম্ভব হয়েছে।দেখা যায়, জাপানের টোকিয়ো ইন্টারন্যাশন্যাল এয়ারপোর্টের রানওয়েতে বিমানে আগুন লেগে গিয়েছে। বিমানটি তীব্র গতিতে সামনের দিকে ছুটে যাচ্ছে। জাপান এয়ারলাইন্স (JAL)-এর এয়ারবাস এ৩৫০ (Airbus A350) একটি কোস্ট গার্ড প্লেনের সঙ্গে ধাক্কা লাগে। দেখা যায় বিমানের জানলা দিয়ে বেরিয়ে আসছে আগুনের শিখা। সঙ্গে সঙ্গে ফায়ার ট্রাকগুলিকে কাজে নেমে পড়তে দেখা যায়। তারা আগুন জ্বলতে থাকা বিমানের উপর ফোম ছুঁড়তে থাকে।জাপানের প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে একটি ইমার্জেন্সি রুম তৈরি করে ফেলেন। সেখান থেকে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ করতে থাকেন তিনি। সমস্ত এজেন্সির সঙ্গে সংযোগরক্ষা করে উদ্ধারকাজ যাতে সহজ ও দ্রুত হয়, সেই চেষ্টা করেন।