• জাপানে যাত্রীবাহী বিমানে বিধ্বংসী আগুন
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ২৪ ঘণ্টায় ১৫৫ বার কম্পন অনুভূত হয়েছে জাপানে। সেখানকার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মৃদু এবং মাঝারি মাত্রার কম্পনে ১৫৫ বার কেঁপে উঠেছে জাপান। কম্পনের বিপর্যয়ের মাঝেই ফের বিপর্যয়। যাত্রীবাহী বিমানে বিধ্ব্বংসী আগুন। টোকিওর হানেদা বিমান বন্দরে জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের সঙ্গে আচমকা ধাক্কা লাগে উপকূলরক্ষী বাহিনীর বিমানের। দুই বিমানের সংঘর্ষে আগুন লেগে যায় যাত্রীবাহী বিমানে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর, যাত্রীবাহী বিমানে ৩৬৯ জন যাত্রী থাকলেও, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যেককে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে, যাকে একপ্রকার মিরাকেল বলেই মনে করছেন যাত্রী এবং প্রত্যক্ষদর্শীরা। তবে উপকূলরক্ষী বাহিনীর বিমানে সংঘর্ষের সময় ৬ জন ছিলেন, তাঁদের এক জনকে উদ্ধার করা গেলেও বাকি ৫ জন এখনও নিঁখোজ। কীভাবে হল এই ভয়াবহ দুর্ঘটনা? জানা গিয়েছে অবতরণের সময় যাত্রীবাহী বিমানের গতি ছিল বেশি, যাত্রীবাহী বিমানটি রানওয়েতে নামার সময় ধাক্কা দেয় উপকূলরক্ষী বাহিনীর বিমানে। ইতিমধ্যে ওই ভয়াবহ দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তাতে বিমানের ভাঙা জানলা, ভায়াবহ আগুন দেখা গিয়েছে। ইতিমধ্যে জাপানের প্রধানমন্ত্রী আপদকালীন কন্ট্রোলরুম খুলেছেন। খোঁজখবর রাখছেন সামগ্রিক বিষয়ের ওপর।
  • Link to this news (আজকাল)