• হার্দিক নয়, টি-২০ তে অধিনায়ক হিসেবে ফিরতে পারেন রোহিত
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরের শুরুতেই বড় চমক। এক বছর পর টি-২০ সিরিজে অধিনায়ক হিসেবে ফিরতে পারেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকা সফরের পর ১১ জানুয়ারি থেকে শুরু হবে আফগানিস্তান সিরিজ। আফগানদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ টি-২০ সিরিজ। শোনা যাচ্ছে, এই সিরিজেই অধিনায়ক হিসেবে দলে ফিরবেন রোহিত। আফগানিস্তান সিরিজেই টিম কম্বিনেশন সেট করে নিতে চাইবে ভারতীয় দল। তাই এই সিরিজকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। গতবছর টি-২০ বিশ্বকাপের পর দেশের হয়ে একটিও টি-২০ ম্যাচ খেলেননি রোহিত। তাই আসন্ন বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে রোহিতকেই অধিনায়ক হিসেবে চাইছে বিসিসিআই। তাই দক্ষিণ আফ্রিকা সিরিজে তিন ফরম্যাটেই রোহিতকে অধিনায়ক করতে চেয়েছিল বোর্ড কর্তারা। কিন্তু তিনি সাদা বলের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় কেএল রাহুল এবং সূর্যকুমার যাদবকে দুই ফরম্যাটে অধিনায়ক করা হয়। কিন্তু বিশ্বকাপের ব্লু প্রিন্ট তৈরি করতে আফগানিস্তান সিরিজে অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হতে পারে রোহিতকে। সেটা যদি হয়, তাহলে স্পষ্ট বোঝা যাবে যে বিসিসিআই রোহিতকে টি-২০ বিশ্বকাপে অধিনায়ক করার সিদ্ধান্ত একপ্রকার নিয়েই ফেলেছে। 
  • Link to this news (আজকাল)