• কাল শুরু দ্বিতীয় টেস্ট, শুভমনের ব্যাটিং অর্ডার নিয়ে কী বললেন রোহিত' ...
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বুধবার শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। তার আগে সাংবাদিক সম্মেলনে ব্যাটিং পজিশন নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। সাংবাদিকদের মজার জবাব দেওয়ার জন্য পরিচিত ভারতের নেতা। দ্বিতীয় টেস্টের আগেরদিনও ব্যতিক্রম হল না। পছন্দের ওপেনিংয়ের বদলে টেস্টে ওয়ান ডাউনে নামানো হচ্ছে শুভমন গিলকে। এই পজিশনে এখনও পর্যন্ত সফল হননি তিনি। মঙ্গলবার এই নিয়ে রোহিতকে প্রশ্ন করা হলে তিনি জানান, ব্যাটিং অর্ডারে বিভিন্ন পজিশন সম্বন্ধে ভিন্ন ধারণা ক্রিকেটারদের। পাশাপাশি জানিয়ে দেন, ওপেন করার পর থেকে বাকি ব্যাটিং পজিশন নাপসন্দ তাঁর। রোহিত বলেন, "ব্যাটিং পজিশন নিয়ে ধারণা একজন ক্রিকেটারের ওপর নির্ভর করে। আমি ব্যক্তিগতভাবে তিন নম্বরে ব্যাট করতে পছন্দ করি না। আমার মতে, হয় তুমি ব্যাটিং ওপেন করো বা একটু অপেক্ষা করে পাঁচ বা ছ"নম্বরে যাও। আমি ওপেন করতে শুরু করার পর থেকে তিন থেকে সাত নম্বর, কোনও পজিশনই আমার ভাল লাগে না। আমার মনে হয় কোনও ব্যাটারের জন্যই এই পজিশনগুলো উপযুক্ত নয়।" মজার ছলে এগুলো বলার পর তিন নম্বরে ব্যাট করার চ্যালেঞ্জের কথাও জানান ভারত অধিনায়ক। রোহিত বলেন, "ওপেনার তাড়াতাড়ি আউট হয়ে গেলে তিন নম্বর ব্যাটারকে ওপেনারের ভূমিকাই পালন করতে হয়। প্রথম ইনিংসে ওপেনার চোট পেলে তিন নম্বরকে ওপেনও করতে হয়। তাই আমার মনে হয় না বিশেষ পার্থক্য আছে।" অর্থাৎ রোহিত বুঝিয়ে দেন, তিন নম্বরে অসুবিধা হওয়ার কথা নয় শুভমনের। প্রথম টেস্টে ব্যাটিং ভরাডুবির জন্য ভুগতে হয়েছে ভারতকে। দ্বিতীয় টেস্টে প্রত্যাবর্তনের আশায় টিম ইন্ডিয়া। এদিকে সিরিজ জিতেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চাইবেন ডিন এলগার। চোটের জন্য দ্বিতীয় টেস্টে নেই তেম্বা বাভুমা। তাঁর জায়গায় নেতৃত্ব দেবেন এলগার। 
  • Link to this news (আজকাল)