• জব কার্ডে আধার লিঙ্ক নিয়ে কেন্দ্রের থেকে তথ্য চাইল তৃণমূল
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, দিল্লি: মনরেগায় কত সংখ্যক শ্রমিক এবং কর্মীর জব কার্ড আধারের সঙ্গে সংযোগ করা হয়নি, সেই সংক্রান্ত তথ্য চেয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে চিঠি দিল তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে আজ গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিবকে চিঠি দিয়েছেন। ২০২৪ এর ১ জানুয়ারি থেকে আধারের মাধ্যমে মজুরি প্রদান বাধ্যতামূলক করা নিয়ে কেন্দ্রীয় সরকার কতগুলি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কারা উপস্থিত ছিলেন, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন তৃণমূল সাংসদ। এছাড়াও কেন্দ্রের থেকে মনরেগা খাতে রাজ্যের বকেয়ার বিষয়টিও উল্লেখ করেছেন সাকেত গোকলে।চিঠিতে তিনি উল্লেখ করেছেন, জানতে চেয়েছেন, ২০২৪ এর ১ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে কতজন মনরেগা শ্রমিকের জব কার্ড আধারের সঙ্গে সংযুক্তি হয়নি, আধারের সঙ্গে যে সমস্ত শ্রমিক বা কর্মীর জব কার্ড সংযুক্তি হয়নি, কেন্দ্রীয় সরকার কীভাবে তাঁদের মজুরি মেটাবে এবং জব কার্ড ও আধারের লিঙ্ক চূড়ান্ত দিন হিসেবে ২০২৪ এর ১ জানুয়ারি করার নেপথ্যে যে কটি বৈঠক হয়েছে তার বিস্তারিত তথ্য।" তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে মজুরি পাবেন না মনরেগার শ্রমিকদের একটি বড় অংশ। তাঁর অভিযোগ, প্রযুক্তিগত নানা কারণে অনেক শ্রমিক তাঁর জব কার্ড আধারের সঙ্গে সংযুক্ত করতে পারেননি। সাকেতের তোপ, "কেন্দ্রীয় সরকার তাদের নিজেদের পদ্ধতিগত ত্রুটি সংশোধন না করেই এই ধরণের কঠোর বিধি প্রয়োগ করছে।" মনরেগার শ্রমিকদের পাশাপাশি রাজ্যের বকেয়ার বিষয়টি তুলে সাকেত গোখলে চিঠিতে উল্লেখ করেছেন, "আপনাদের মন্ত্রক পশ্চিমবঙ্গের মনরেগার শ্রমিকদের ২,৭০০ কোটি টাকা বকেয়া রেখে গত দেড় বছর ধরে শ্রমিকদের সঙ্গে বঞ্চনা করছে।" ১ জানুয়ারি থেকে আধারের মাধ্যমে মজুরি মেটানো বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।এদিকে, সোমবার রাতেই একটি বিবৃতি জারি করে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, আধারের মাধ্যমে মজুরি মেটানোর নিয়মে কিছু ক্ষেত্রে রাজ্য বা জেলাকে ছাড় দেওয়ার ভাবনাচিন্তা রয়েছে কেন্দ্রীয় সরকারের। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যে সমস্ত রাজ্য বা জেলা অথবা গ্রাম পঞ্চায়েতে প্রযুক্তিগত ত্রুটি থাকবে বা আধার সংক্রান্ত কোনও সমস্যা তৈরি হবে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই নিয়মে ছাড় দিতে পারে কেন্দ্রীয় সরকার।
  • Link to this news (আজকাল)