• সংসদে স্মোককাণ্ড, ফের অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা...
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সংসদে স্মোককাণ্ডে ছয় অভিযুক্তকে দ্বিতীয়বার মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। ১৩ ডিসেম্বর সংসদে হলুদ গ্যাস নিয়ে ঢুকে পড়ে দুজন। সাগর শর্মা, মনোরঞ্জন ডি, নীলম আজাদ, অনমোল শিন্ডে, ললিত ঝা এবং মহেশ কুমাওয়াতকে ৫ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হয়েছে। কেন তাঁরা এই ধরণের একটি কাণ্ড করল তা জানার চেষ্টা করছে দিল্লি পুলিশ। সকলকেই ইতিমধ্যে আলাদাভাবে জেরা করা হয়েছে। এর আগে ৩০ এবং ৩১ ডিসেম্বর তাঁদেরকে একবার মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে। ফের একবার তাঁদেরকে মুখোমুখি বসিয়ে জেরা করবে পুলিশ। ২০০১ সালে সংসদে জঙ্গি হানা ঘটেছিল। সেই একই দিনে কেন অভিযুক্তরা এই ধরণের একটা ঘটনা ঘটাল তা জানতেই হিমসিম খাচ্ছে পুলিশের দুঁদে অফিসাররা। তাই ফের একবার তাঁদেরকে জেরা করা হবে বলে জানা গিয়েছে।  
  • Link to this news (আজকাল)