• তৃণমূলে নবীন বনাম প্রবীণ, এবার কলকাতা ছাড়িয়ে জেলায়
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতা ছাড়িয়ে জেলায়। তৃণমূল কংগ্রেসের নবীন বনাম প্রবীণের "দ্বন্দ"। ডায়মন্ড হারবারের বাইরে অভিষেক ব্যানার্জির নিস্পৃহতা নিয়ে চর্চা এবং দলের নেতাদের নানারকম বিবৃতি যতই ছড়াচ্ছে ততই দলের মধ্যে বিভাজনের একটা সুক্ষ রেখা ফুটে উঠছে। যদিও রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "তৃণমূল এক এবং ঐক্যবদ্ধ"। কিন্তু তার পরেও থামছে না এই চর্চা। মঙ্গলবার ২ জানুয়ারি হাওড়া জেলার যুব সভাপতি কৈলাশ মিশ্র তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি ইঙ্গিতবাহী পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, "সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব"। কৈলাশকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "সামনেই আসছে লোকসভা ভোট। যেখানে অতি অবশ্যই রাজ্যে বিজেপি বিরোধী আন্দোলনে আমাদের প্রয়োজন অভিষেককে।" এটা কি নবীন বনাম প্রবীণের দ্বন্দের বহিঃপ্রকাশ? কৈলাশের দাবি, তিনি শুধু বলতে চেয়েছেন বিজেপি বিরোধী লড়াইয়ে অভিষেকের প্রয়োজনীয়তার কথা। নবীন বনাম প্রবীণের এই দ্বন্দের আবহেই মঙ্গলবার হুগলির উত্তরপাড়ায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য মন্ত্রীসভার সদস্য এবং দলের সিনিয়র নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, দ্বন্দ সব জায়গায় আছে। পৃথিবীর সব দলেই দ্বন্দ থাকবে। দু"জন মানুষকে দেখতে এক হয় না। ফলে দ্বন্দ থাকবেই। কিন্তু এই দ্বন্দ নিয়েই মমতা ব্যানার্জি তিনবার জিতেছেন।" একইসঙ্গে তিনি বলেন, মমতা-অভিষেকের মধ্যে কোনও দ্বন্দ নেই।
  • Link to this news (আজকাল)