• যৌনকর্মীদের সন্তানদের জন্য স্কুল
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • তীর্থঙ্কর দাস: ২০০৬ সালে যৌনকর্মীদের সন্তানদের হাত ধরে তৈরি হয় "আমরা পদাতিক"। দীর্ঘ ১৮ বছর এই সংস্থা একাধিক যৌনপল্লীতে যৌনকর্মীদের সন্তানদের জন্য কাজ করছে। তাদের মূল স্রোতে ফিরিয়ে আনাই লক্ষ্য "আমরা পদাতিক"- এর। ২ জানুয়ারি থেকে শুরু হয়েছে স্টুডেন্টস উইক। মঙ্গলবার কালীঘাটের যৌনপল্লীতে যৌনকর্মীর সন্তানদের জন্য খোলা হল "ব্রেক দ্য ব্যারিয়ার" শিক্ষা প্রতিষ্ঠান। রোটারি ক্লাব, উম্মিদ ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে " আমরা পদাতিক "এই শিক্ষা প্রতিষ্ঠান খুলল। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত পড়াশোনার সমস্ত সুবিধেই মিলবে এখান থেকে।৮৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রবীর কুমার মুখোপাধ্যায় এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন দুর্বার এবং আমরা পদাতিক-এর। অন্যদিকে দুই যৌনকর্মী মাম্পী বেগম এবং পায়েল সরকার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বললেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর তাদের সন্তানরা সমাজে নিজেদের সঙ্গে মায়ের নামও উজ্জ্বল করবে। আমরা পদাতিকের অন্যতম সদস্য এবং যৌনকর্মীর সন্তান পূজা রায় আজকাল ডট ইনকে জানালেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের জায়গাটিতে ছোটবেলায় তারা একাধিকবার এসেছিলেন মায়ের সঙ্গে। নিজেদেরই জায়গা এবং এই জায়গাকে যৌনকর্মীদের সন্তানদের জন্য কিভাবে ব্যবহার করা যায় সেই কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পূজা আরও বলেন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ারের মত পেশায় যৌনকর্মীর সন্তানরা নিজেদেরকে মেলে ধরবে ভবিষ্যতে।
  • Link to this news (আজকাল)