• পাকিস্তানে পিটিআইয়ের ৯৫ শতাংশ প্রার্থীর মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন...
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রী ইমরান খান সহ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের অধিকাংশ প্রার্থীর মনোনয়ন বাতিল করল সেখানকার নির্বাচন কমিশন। প্রায় ৯৫% প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। একাধিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে জেলে বন্দি ইমরান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ গত সপ্তাহে ইমরান খানের জন্য মনোনয়নপত্র জমা দেয়। তবে সেই মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন। তাছাড়াও পিটিআইয়ের প্রায় সব জাতীয় ও প্রাদেশিক নেতাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পিটিআইয়ের মুখপাত্র রওফ হাসান বলেন, আমাদের ৯০ থেকে ৯৫ শতাংশ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি জানিয়েছেন, তাদের দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই কারণেই তাদের বাধা দিতে একটি এজেন্ডার অংশ হিসাবে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।নির্বাচন কমিশনের একজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ইমরান খানসহ তার দলের একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। উল্লেখ্য, আগামী ২৩ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করার কথা রয়েছে। পিটিআইয়ের মুখপাত্র হাসান বলেছেন, আমরা নির্বাচনী লড়াই থেকে পিছু হটব না। প্রতিটি নির্বাচনী এলাকায় এই সমস্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করব। আমরা সমস্ত সাংবিধানিক, আইনি এবং রাজনৈতিক বিকল্পগুলো ব্যবহার করব।
  • Link to this news (আজকাল)