• দ্বিতীয় পর্যায়ে ‘দুয়ারে সরকার’ শিবির থেকে পরিষেবা দান শুরু...
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার রাজ্যে দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার শিবিরগুলি থেকে বৈধ আবেদনের ভিত্তিতে পরিষেবা দান শুরু হল। গত রবিবার ৩১ ডিসেম্বর দ্বায়িত্ব নেওয়ার পর রাজ্যের নতুন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী সোমবার সব জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন।সেখানে মুখ্যমন্ত্রীর জন অভিযোগ সেলে যেসব অভিযোগ জমা পড়েছে, রাজ্য সরকার, সেগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দ্রুত সমাধানের জন্য সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি জেলাশাসকদের নিজের নিজের জেলায় আইনশৃঙ্খলার বিষয়টিতে আরও জোর দিতে বলা হয়েছে।এছাড়াও যেসব গ্রাম পঞ্চায়েত ও পুরসভায় রাস্তা তৈরির জন্য ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে সেগুলি দ্রুত তৈরির কাজ শেষ করারও নির্দেশ দেন মুখ্যসচিব।এদিকে, মুর্শিদাবাদ জেলায় এই পর্যায়ে প্রায় সাড়ে ৯ লক্ষ মানুষ বিভিন্ন প্রকল্পে আবেদন করেছেন। সবচেয়ে বেশি উৎসাহ দেখা গিয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে। এছাড়া স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, ঐক্যশ্রী, বিধবা ভাতা, বার্ধক্যভাতার জন্যও আবেদন জমা পড়েছে। পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পে আবেদনের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে।
  • Link to this news (আজকাল)