জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে মিলল সমাধানসূত্র? চাপের মুখে পিছু হটল কেন্দ্রই! প্রত্যাহার করে নেওয়া হল ট্রাক ধর্মঘট। 'বিতর্কিত ধারা বহাল হবে না', কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পর দাবি করলেন ইউনিয়ন নেতারা।
ঘটনাটি ঠিক কী? সংসদের উভয় কক্ষের পাশ হওয়ার, ভারতীয় ন্যায় সংহিতা সই করে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুমূ। ফলে নয়া আইন এখন কার্যকর হবে গোটা দেশে। আর তাতেই ক্ষুদ্ধ ট্রাক চালকরা। প্রাথমিকভাবে ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। সঙ্গে সরকার পদক্ষেপ না করলে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি। কারণ, 'হিট অ্যান্ড রান’ আইনে এতদিন ২ বছরের সাজা হত। কিন্তু নয়া আইনে এবার ১০ বছরের সাজা পেতে হবে অভিযুক্তদের। এমনকী, জরিমানা অংকও বেড়ে ৭ লক্ষ পর্যন্ত টাকা করা হয়েছে। এদিকে দেশজুড়ে যদি ট্রাক চালকরা ধর্মঘটে শামিল হন, রান্নার গ্যাস-সহ সবকিছুর দাম বেড়ে আশঙ্কা ছিল। ট্রাক চালকের ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। কবে? আজ, মঙ্গলবার। বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জানান, 'নয়া হিট অ্যান্ড রান আইন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আইনটি এখনও কার্যকর করা হয়নি। ইউনিয়নের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে'।