• ‌জাপানের পর আফগানিস্তান, ৩০ মিনিটের ব্যবধানে দু’‌বার ভূমিকম্প ...
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ জাপানের পর আফগানিস্তান। বুধবার গভীর রাতে ৩০ মিনিটের ব্যবধানে দু’‌বার কম্পন অনুভূত হয় আফগানিস্তানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে প্রথম কম্পনের উৎসস্থল আফগানিস্তানের ফয়জাবাদ এলাকা থেকে ১০০ কিলোমিটার পূর্বে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪.৪। বুধবার রাত ১২টা ২৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। প্রথম কম্পনের ঠিক আধ ঘণ্টার মধ্যেই দ্বিতীয় বার কেঁপে ওঠে আফগানিস্তান। রাত ১২টা ৫৫ মিনিটে দ্বিতীয় কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, দ্বিতীয় কম্পনের তীব্রতা ৪.৮। ফয়জাবাদ থেকে ১২৬ কিলোমিটার পূর্ব দিকে ছিল দ্বিতীয় কম্পনের উৎসস্থল। যদিও হতাহতের খবর নেই। এর আগে ২০২৩ সালের ১২ ডিসেম্বর ভূমিকম্প হয়েছিল আফগানিস্তানে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.২। গত বছর অক্টোবর মাসে প্রবল ভূমিকম্প হয়েছিল আফগানিস্তানে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। মারা গিয়েছিলেন অন্তত দশ জন। 
  • Link to this news (আজকাল)