• ‌ কেন্দ্রের আশ্বাসে উঠল দেশজুড়ে চলা ট্রাক ধর্মঘট
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কেন্দ্রের আশ্বাসে মঙ্গলবার রাতে উঠল ট্রাকচালক ও বিভিন্ন পরিবহন সংস্থাগুলির বিক্ষোভ–প্রতিবাদ কর্মসূচি। নতুন ন্যায়সংহিতায় গাড়ি চাপা দেওয়ার (হিট অ্যান্ড রান) শাস্তি নিয়ে যে সংস্থান রয়েছে তা কার্যকর হওয়ার আগে বিষয়টি বিবেচনার আশ্বাসে দেশ জুড়ে ট্রাকচালকরা তাঁদের বিক্ষোভ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের আশ্বাস পেয়েই তাঁরা ধর্মঘট তুললেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা মঙ্গলবার অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠকে বসেন। সেখানে তিনি ট্রাকচালকদের জানান, তাঁদের দৃষ্টিভঙ্গী আইন কার্যকর করার আগে বিবেচনা করা হবে। ন্যায়সংহিতার একটি আইনে বলা হয়েছে চালকের ভুলে গাড়ি দুর্ঘটনায় কারও মৃত্যু হলে এবং সেটা পুলিশ বা প্রশাসনের কোনও আধিকারিককে না জানিয়ে যদি তিনি পালিয়ে যান, সে ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা ৭ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অথচ এর আগে হিট অ্যান্ড রানের ঘটনায় আলাদা করে কোনও শাস্তির উল্লেখ ছিল না। পথ দুর্ঘটনায় কারও মৃত্যু হলে দোষীকে সর্বোচ্চ দু’‌বছরের জেলের সাজা দেওয়া হত। জরিমানার শাস্তিও দেওয়া হত অনেক ক্ষেত্রে। ন্যায়সংহিতার হিট অ্যান্ড রান আইনে চালকদের ভিলেন বানানো হয়েছে বলে দাবি ছিল ট্রাক সংগঠনগুলির। এই পরিস্থিতিতে মঙ্গলবার অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। সেখানেই তিনি আশ্বাস দেন। আইন কার্যকর করার আগে বিবেচনা করে দেখা হবে আন্দোলনকারীদের বক্তব্য। এই আশ্বাসের পরই ধর্মঘটের রাস্তা থেকে সরে আসেন আন্দোলনকারীরা। যদিও ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্তের পরও রাত পর্যন্ত লখনউ, কানপুর, উন্নাওয়ের মতো উত্তরপ্রদেশের বহু শহর এবং দেশের অন্যত্রও রাতভর পেট্রল পাম্পের সামনে দীর্ঘ লাইন বজায় ছিল। 
  • Link to this news (আজকাল)