• ‌‌রূপম ইসলামের শো ঘিরে চরম বিশৃঙ্খলা মধ্যমগ্রামে
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ছিল ফসিলস এর শো। আরও ভালভাবে বললে রূপম ইসলামের শো। যা শেষ অবধি গিয়ে দাঁড়াল পুলিশের লাটিচার্জ, ভক্তদের কান্নায়। মধ্যমগ্রাম চৌমাথায় মঙ্গলবার সন্ধেয় আয়োজন করা হয়েছিল ফসিলস লাইভ। দুপুর থেকেই রূপম ভক্তদের ভিড় ছিল মধ্যমগ্রাম চৌমাথায়। ‘‌ওপেন টু অল’‌। বিনা টিকিটে শো এর আয়োজন। তার ফলে যা সবার হল। মাঠের ভিতরে যত না দর্শক। বাইরে তার চেয়ে আরও বেশি। রাস্তা হয়ে গেল বন্ধ। চূড়ান্ত সমস্যায় পড়লেন যাত্রীরা। সবচেয়ে বড় কথা একজন রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত গায়ককে দিয়ে এভাবে শো করানো যায়?‌ ছিল না কোনও শৃঙ্খলা। পুলিশ–প্রশাসন পুরো ব্যর্থ। রূপম ভক্ত, এমনকী সাংবাদিকদেরও পুলিশের লাঠির মার খেতে হয়েছে। পুলিশের গাড়ির চালকরাও রেয়াত করেনি। তারাও মেরেছে চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত থাকা লোকেদের!‌ ভাবা যায়?‌ এখানে প্রশ্ন, এরকম ছোট্ট জায়গায় কেন করা হল রূপম ইসলাম শো?‌ কেন টিকিটের বন্দোবস্ত করা হল না?‌ আর ‘‌ওপেন টু অল’‌ যখন তখন কেন সঠিক পরিকল্পনা করা হল না?‌ কেন এভাবে দর্শকদের হেনস্থা হতে হল?‌ কেউ কাঁদছেন। কেউ আঘাত পেয়ে চিকিৎসকের দ্বারস্থ। গায়ক এগুলো ঠিকভাবে মেনে নেবেন?‌ একদমই না। সেকারণেই রূপম ইসলাম বেশিক্ষণ অনুষ্ঠান করেননি। যার জন্য তিনি–সেই ভক্তরাই ব্যথিত। গায়ক আর কত সহ্য করবেন?‌ কিছু গান গেয়ে নেমে গেলেন স্টেজ থেকে। রেখে গেলেন অগণিত ভক্তকে। যারা পুলিশের মার খেয়েও গেয়ে যাচ্ছে, ‘‌এই একলা ঘর আমার দেশ।’‌ গায়কের মনও হয়ত একটু কেঁদে উঠল। 
  • Link to this news (আজকাল)