অয়ন ঘোষাল: পূর্বাভাস ছিল রাতের তাপমাত্রা ১৫ এর ঘরে থাকবে। কিন্তু উত্তর-পশ্চিম ভারতের হিম শীতল হাওয়া কাল রাতের পর অবাধে প্রবেশ করতেই ১৪ তে নেমে গেল কলকাতার রাতের তাপমাত্রা। উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে কাল এবং আজ কোল্ড ডে পরিস্থিতি। তাই দিনের তাপমাত্রাও লক্ষনীয় ভাবে নামল। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নেমে শহরে কাল দিনের তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি। আজও একইরকম পরিস্থিতি। কাল থেকে ৫ দিনের জন্য হাওয়া বদল। ১০ জানুয়ারি থেকে ফের হাওয়া বদল। আসছে শীতের দ্বিতীয় স্পেল।
আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে শীতের নতুন স্পেল। ডিসেম্বরে দশ দিনের একটা সময় শীত ছিল। আবারো নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে ১০ জানুয়ারির পর থেকে। ১১ থেকে শুরু হতে চলা সেই স্পেল কমপক্ষে ৫-৭ দিন স্থায়ী হবে বলে অনুমান হাওয়া অফিসের।শুক্রবার থেকে রবিবার বৃষ্টির আশঙ্কা পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্র ও শনিবার ৫ ও ৬ জানুয়ারি এই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।দার্জিলিং ও কালিম্পং ও সহ সিকিম ও পার্বত্য উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে আগামী পাঁচ দিন দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে সিকিমের উপর দিয়ে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকায়।বৃহস্পতিবার থেকে ফের বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা। শুক্র শনি ও রবিবার ক্রমশ একটু একটু করে বাড়তে বাড়তে ফের কলকাতায় রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। এরকম পরিস্থিতি চলার পর ১০ তারিখে সমস্ত সিস্টেমের সব প্রভাব কেটে গিয়ে নিচের দিকে নামতে শুরু করবে পারদ। ১১ জানুয়ারি থেকে চলতি শীতের মরসুমের দ্বিতীয় স্পেল আসতে চলেছে। কলকাতায় ফের তাপমাত্রা নামতে পারে ১৪ বা ১৩ এর ঘরে। পশ্চিমের জেলায় বৃষ্টির প্রভাব কেটে গেলে ১০ জানুয়ারির পর ফের পারদ নামতে পারে ১০ এর নিচে।