• ২০২৩ সালে বিশ্বে চাকরি হারিয়েছেন ৪.২৫ লক্ষ তথ্যপ্রযুক্তি কর্মী...
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ২০২৩ সালে গোটা বিশ্বজুড়ে ৪.২৫ লক্ষের বেশি তথ্যপ্রযুক্তি কর্মী তাঁদের চাকরি হারিয়েছেন। সম্প্রতি এমনই একটি রিপোর্ট সামনে আসায়, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।চলতি বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত গোটা বিশ্বের তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলোতে যে ছাঁটাই চলে, তার জেরে ৪.২৫ লক্ষের বেশি কর্মী চাকরি হারিয়েছেন বলে সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে উঠে এসেছে।জানা গিয়েছে, ১১৭৮টি তথ্যপ্রযুক্তি সংস্থা থেকে ২,৬০,৭৭১ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। যেখানে ২০২২ সালে ১০৬১ কোম্পানি থেকে ১,৬৪,৭৬৯ জন কর্মী চাকরি হারান। হিসাব করলে দেখা যায়, প্রতিদিন গোটা বিশ্বের ৫৮২ জন কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। রিটেল-টেক, কনজিউমার-টেক এবং ফিনটেক থেকে সবচেয়ে বেশি কর্মীর চাকরি গিয়েছে।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ারচ্যাট থেকেও বহু কর্মীর চাকরি গিয়েছে। সম্প্রতি ২০০ জন কর্মীকে ছাঁটাই করে শেয়ার চ্যাটও। গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম লোকো থেকেও সম্প্রতি ছাঁটাই করা হয় বহু মানুষকে। কোম্পানির যে লোকবল রয়েছে, তার ৩৬ শতাংশ কর্মীর চাকরি গিয়েছে বলে খবর। সবকিছু মিলিয়ে ২০২২ সালের শেষ থেকে যে ছাঁটাই প্রক্রিয়া শুরু হয় বিশ্বজুড়ে, ২০২৩ সালের শেষেও তা অব্যাহত। এই প্রক্রিয়ায় গোটা বিশ্বজুড়ে যে বহু মানুষের চাকরি হারাচ্ছে, এই পরিসংখ্যান দেখে চমকে উঠতে শুরু করেছেন অনেকেই।
  • Link to this news (আজকাল)