• যুদ্ধবিরতি ও পণবন্দি মুক্তির আলোচনা বন্ধ করল হামাস
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা বন্ধ করার ঘোষণা করেছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। মঙ্গলবার হামাসের পলিটব্যুরোর উপপ্রধান সালেহ আল- আরুরিকে লেবাবনে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে ইজরায়েল। এরপরই এই সিদ্ধান্ত নেয় গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি।গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, “হামাস ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির অথবা পণবন্দি মুক্তির আলোচনা স্থগিতের সিদ্ধান্তের ব্যাপারে মধ্যস্থতাকারীদের অবহিত করেছে।”হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডসের অন্যতম প্রতিষ্ঠাতা সালেহ আল- আরুরিকে লক্ষ্য করে লেবাননের রাজধানী বেইরুটের একটি ভবনে ড্রোন থেকে মিসাইল হামলা চালায় ইজরায়েল। ওই হামলায় সালেহ ছাড়াও আল-কাসেম ব্রিগেডসের দুই কমান্ডার-সহ অন্তত সাতজন নিহত হয়।গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে বোমা হামলা শুরু করে ইজরায়েল। ২৮ অক্টোবর থেকে শুরু হয় স্থল অভিযান। প্রায় তিন মাস ধরে চলা এই যুদ্ধে ২২ হাজারের বেশি প্যালেস্টাইনি নিহত হয়েছে। এর মধ্যে ৭০ শতাংশই মহিলা ও শিশু। আহত হয়েছেন প্রায় ৬০ হাজার।এছাড়া ইজরায়েলিদের বর্বর হামলায় গাজার প্রায় ৭০ শতাংশ ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে। এতে উপত্যকাটির প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। ঘর-বাড়ি হারানোর পাশাপাশি তীব্র খাদ্য সঙ্কটেও পড়েছে গাজাবাসী।
  • Link to this news (আজকাল)