• ইজরায়েলের হামলায় মৃত হামাসের উপপ্রধান
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লেবাননের রাজধানী বেইরুটে ইজরায়েলের ড্রোন হামলায় হামাসের উপপ্রধান সালেহ আল–আরোউরি নিহত হয়েছেন। এ হামলায় হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের দুইজন কমান্ডারও নিহত হয়েছেন। খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।হামাস জানিয়েছে, বেইরুটের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়ে তাদের কার্যালয়ে বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে উপপ্রধান সালেহ আল-আরোউরিসহ ওই তিনজন রয়েছেন।সালেহ আল-আরোউরি হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান। তিনি এই গোষ্ঠীর সামরিক কর্মকাণ্ডেও গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন হামাসের নেতা ইসমাইল হানিয়ে। এক বিবৃতিতে ইজরায়েলের হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে তিনি বলেছেন, ইজরায়েল লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং চলমান সংঘাতকে আরও বাড়িয়ে তুলছে।হামলার নিন্দা জানিয়েছে ইরান। লেবানন ইজরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ করার ঘোষণা দিয়েছে। ইজরায়েলের সেনাবাহিনী এই হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি। বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, যে কোনও পরিস্থিতির জন্য তার দেশের বাহিনীগুলো প্রস্তুত রয়েছে।
  • Link to this news (আজকাল)