• জাপানে ‌‌ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল ৬২
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ এক দিনে ১৫৫ বার কেঁপে উঠেছে জাপান। ভূমিকম্পে বিধ্বস্ত জাপানে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখনও অবধি মৃতের সংখ্যা সরকারি মতে ৬২। প্রসঙ্গত, সোমবার জাপানের মধ্যাঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.‌৬। এরপর এক দিনে মোট ১৫৫ বার কম্পন অনুভূত হয় জাপানে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের খোঁজে এখনও অনুসন্ধান চালাচ্ছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। এই মুহূর্তে ৩১ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রয়েছেন। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) নোটো ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। ফলে উদ্ধারকাজ তীব্রতার সঙ্গে চলছে। জাপানের উপকূলীয় শহর সুজুর মেয়র মাসুহিরো ইজুমিয়া বলেছেন, সেখানকার প্রায় সব বাড়িই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 
  • Link to this news (আজকাল)