• সিরাজের ৬ উইকেটের আগুনে ঝলসে গেল প্রোটিয়াদের প্রথম ইনিংস, ৫৫ রানে অল আউট এলগাররা...
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেপটাউনে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক ডিন এলগার। তবে সবুজ পিচে ভারতীয় পেসাররা আগুন ঝরালেন কেপটাউনের মাঠে। মহম্মদ সিরাজ ৯ ওভারে ১৫ রান দিয়ে ছটি উইকেট তুলে নেন। তাঁকে যোগ্য সহায়তা করেন আরেক ভারতীয় স্পিডস্টার বুমরা। তিনি ৮ ওভারে ২৫ রান দিয়ে দুটি উইকেট নেন। এই স্পেলের পর দক্ষিণ আফ্রিকার ইনিংস যখন ধুঁকছে তথন শেষের দিকের লেজটুকু দ্রুত গুটিয়ে দেন বাংলার উঠতি পেসার মুকেশ কুমার। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে কেউই ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে দুটি পরিবর্তন করা হয়। অশ্বিনের পরিবর্তে খেলানো হয় রবীন্দ্র জাদেজাকে। অন্যদিকে শার্দুলের পরিবর্তে এই ম্যাচে সুযোগ পান প্রসিদ্ধ কৃষ্ণা। শেষ কবে ঘরের মাটিতে প্রোটিয়াদের এমন পরিস্থিতি হয়েছে তা খুঁজতে হলে রেকর্ড বই ঘাঁটতে হবে। তবে বছরের প্রথম টেস্টের প্রথম দুঘন্টায় ভারতীয় পেসাররা যে চালকের আসনে দলকে বসিয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এবার প্রথম ইনিংসে বড় রান করে প্রোটিয়াদের ওপর চাপ দেওয়াই রোহিত-গিল-বিরাটদের প্রধান কাজ। 
  • Link to this news (আজকাল)