• সিরাজের ৩ উইকেট, শুরুতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে ধস...
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মরণ-বাঁচন টেস্টে শুরুটা দারুণ করল ভারত। মহম্মদ সিরাজের দাপটে কেঁপে গেল প্রোটিয়াদের টপ অর্ডার। সেঞ্চুরিয়ানে বিধ্বস্ত হাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন। টেস্টের প্রথম ৪৫ মিনিটের মধ্যে ৪ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ১২ ওভারের শেষে ২৫ রানে ৪ উইকেট প্রোটিয়াদের। তারমধ্যে রয়েছে ডিন এলগারের মূল্যবান উইকেট। প্রথম টেস্টে ১৮৫ রানের ইনিংস খেলেন প্রোটিয়া ওপেনার। দ্বিতীয় টেস্টে তেম্বা বাভুমার জায়গায় দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। কিন্তু নিজের বিদায়ী টেস্ট সুখকর হল না এলগারের। মাত্র ৪ রানে সিরাজের বলে প্লেড অন হন। অভিষেক টেস্ট ভুলে যেতে চাইবেন তৃস্টন স্টাবস। মাত্র ৩ রানে আউট হন। বছরের শুরুতেই অগ্নিপরীক্ষার সামনে রোহিত অ্যান্ড কোম্পানি। প্রথম টেস্ট হারায় সিরিজে সমতা ফেরাতে কেপটাউনে জিততেই হবে। দলে দুটো পরিবর্তন হয়। রবিচন্দ্রন অশ্বিন এবং শার্দূল ঠাকুরের জায়গায় ফেরেন রবীন্দ্র জাদেজা এবং মুকেশ কুমার। সাধারণত প্রথম ঘণ্টায় দক্ষিণ আফ্রিকার পিচ থেকে সাহায্য পায় পেসাররা। বাউন্স এবং সুইং দুটোই থাকে। কিন্তু কেপটাউনের পিচে সেরকম ঘাস নেই। তবুও বলের লাইন অ্যান্ড লেন্থ সঠিক রেখে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারকে ফিরিয়ে দিলেন সিরাজ। অন্য উইকেটটি নেন যশপ্রীত বুমরা। কেন টসে জিতে এলগার ব্যাটিং নিলেন বোধগম্য হয়নি। কেপটাউনে এখনও পর্যন্ত কোনও টেস্ট জেতেনি ভারত। এবার সেই হাতছানি রয়েছে।
  • Link to this news (আজকাল)