• কোচ হিসেবে ফ্লপ, ১৫ ম্যাচেই চাকরি গেল রুনির
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চাকরি গেল ওয়েন রুনির। বর্মিংহ্যাম সিটির কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল ইংল্যান্ডের অন্যতম সেরা স্ট্রাইকারকে। ১৫ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয়। হার ন"টিতে। তার জেরেই ছাঁটাই করা হল ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে। লিডস ইউনাইটেডের কাছে ০-৩ গোলে হারায় পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বর্মিংহ্যাম সিটির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, "দল চেষ্টা করেছে। কিন্তু সাফল্য পায়নি। আমরা যে রেজাল্ট প্রত্যাশা করেছিলাম, সেটা হয়নি। তাই দলে একটা বদল আনা প্রয়োজন। দলের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" অক্টোবরে বর্মিংহ্যাম সিটির দায়িত্ব নেন রুনি। তার আগে আমেরিকার ডিসি ইউনাইটেডের কোচ ছিলেন। কিন্তু নিজের দেশে কোচ হিসেবে সাফল্য পাননি রুনি। মাত্র তিন মাসের মধ্যেই সরে যেতে হল। ইংল্যান্ডের দ্বিতীয় পর্যায়ের লিগে খেলে বর্মিংহ্যাম সিটি। কিন্তু কিংবদন্তি ফুটবলার দায়িত্ব নেওয়ার পর প্রথম পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই হারে দল। শেষপর্যন্ত টানা ব্যর্থতার জেরে তাঁকে সরিয়েই দেওয়া হল। ফুটবলার হিসেবে একসময় অন্যতম সেরাদের মধ্যে থাকলেও কোচ হিসেবে এখনও রুনির ভাগ্য খোলেনি। তাই আপাতত কোনও ক্লাবের সঙ্গে যুক্ত হতে চান না। উৎসবের মরশুমে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান ইংল্যান্ডের প্রাক্তন তারকা। 
  • Link to this news (আজকাল)