• বদলাচ্ছে অযোধ্যা, চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ই-রিকশা...
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাম মন্দির উদ্বোধনের আগে হাতে আর কয়েকটা দিন। শেষ মুহূর্তের প্রস্তুতি চতুর্দিকে। ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কর্ণাটকের ভাস্করের বানানো রাম লালার মূর্তি বিশ্বে গর্ভগৃহে। এই রাম মন্দির গোটা অযোধ্যার একাধিক বিষয়ে পরিবর্তন আনবে, সে আলোচনা জারি ছিল আগে থেকেই। যেমন রাম মন্দির উদ্বোধনের আগের মুহূর্তে এখন সেখানে তরতরিয়ে বাড়ছে ই-রিকশার চাহিদা। পরিবর্তনের এই ধাপ চোখে পড়ছে সকলের। সরু গলির ভেতর দিয়ে দৌড়ে যাচ্ছে ঘোড়ার গাড়ি, সকাল সন্ধে সেই শব্দের সাক্ষী থেকেছেন সেখানকার সাধারণ মানুষ। পর্যটকরা সেই গাড়িতেই ঘুরেছেন। কিন্তু যত এগিয়ে আসছে রামমন্দির উদ্বোধনের দিন, তত যেন দিনে দিনে চাপা পড়ছে ঘোড়ার খুরের শব্দ। বদলে বাড়ছে ই- রিকশা, রাস্তায় বাড়ছে ভিড়। অনেকেই মনে করছেন এই ই রিকশার কারণে শহরে ভিড় বাড়লেও, দূষণ বাড়ছে না পাল্লা দিয়ে। এই মুহূর্তে সেখানে ভিড় যথেষ্ট পর্যটকদের। অনেক যুবক ই-রিকশা কিনেছেন এই সময়টায়। ব্যবসায়ও হচ্ছে ভাল। কেউ কেউ ইএমআইতে কিনেছেন এই ই- রিকশা। যাঁরা ই-রিকশা চালাচ্ছেন, তাঁদের চোখেও পড়ছে শহরের এই বদল। কেউ কেউ বলছেন, তাঁরা কখনোই ভাবেননি, এই বদল দেখবেন নিজেদের শহরের। আর এই ই রিকশা যুগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই টাঙ্গার যুগ শেষের মুখেই বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
  • Link to this news (আজকাল)