• শীর্ষ আদালতেও অস্বস্তি বহাল রইল মহুয়ার
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল না তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল তাঁরা বহিষ্কারের বিষয়টি খতিয়ে দেখবে না। যদিও সুপ্রিম কোর্ট এই মামলাটি খারিজ করে দেননি। এদিন আদালত জানিয়ে দিয়েছে সংসদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত। সব পক্ষকে এবিষয়ে জবাব দিতে হবে। তিন সপ্তাহের মধ্যে এই জবাব দিতে হবে। ১১ মার্চ থেকে ফের সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শুরু হবে। এই সময়ের মধ্যে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সংসদের অধিবেশনে যোগ দিতে পারবেন না। এদিন আদালত প্রশ্ন করেন, হীরানন্দানিকে ওটিপি শেয়ার করা হয়েছিল কিনা। জবাবে মহুয়া মৈত্রর আইনজীবী বলেন, সকল সাংসদরাই এটা করে থাকেন। এই মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, মহুয়া মৈত্রর বিরুদ্ধে ক্যাশ ফর কোয়েশ্চন করার অভিযোগ ওঠে। ২ কোটি টাকা নগদ এবং বহুমূল্য উপহার নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপরই সংসদের এথিক্স কমিটির সুপারিশে তাঁকে সংসদ থেকে বহিষ্কার করা হয়। যদিও মহুয়ার পাল্টা দাবি ছিল তাঁকে আত্মপক্ষ সমর্থন করার কোনও সুযোগ দেওয়া হয়নি। আর সকল সাংসদরাই তাঁদের ওটিপি শেয়ার করে থাকেন।   
  • Link to this news (আজকাল)