• কেজরিওয়াল দুর্নীতির স্কুল: বিজেপি
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেজরিওয়ালকে দুর্নীতির স্কুলের সঙ্গে তুলনা করল বিজেপি। ইডির সমন তৃতীয়বারের জন্য এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এরপরই বিজেপির পক্ষ থেকে কেজরিওয়ালকে তীব্র কটাক্ষ করা হল। বিজেপির পক্ষ থেকে এদিন বলা হয়, দুর্নীতির স্কুল হলেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কাছে এমন কিছু রয়েছে যা তিনি লুকিয়ে যাচ্ছেন। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে বিজেপি লেখে, কেজরিওয়াল কিসের জন্য এত ভয় পাচ্ছেন ? তাঁর দলের দুই নেতা ইতিমধ্যেই জেলে রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, আজকের দিনে আপ হল দেশের সবথেকে দুর্নীতিবাজ দল। তাঁদের প্রচুর নেতা জেলে রয়েছেন। ইডির সমন টানা এড়িয়ে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী। এর থেকেই প্রমাণ হয় কতটা দুর্নীতি করেছেন কেজরিওয়াল। অন্যদিকে কেজরিওয়ালের পাশে থেকে কংগ্রেস নেতা উদিত রাই জানিয়েছেন, বিরোধীদের কোণঠাসা করতে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাতে চাইছে বিজেপি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জালে জড়াতে চাইছে ইডি। ছত্তিশগড়ের নির্বাচনের আগে সেখানকার মুখ্যমন্ত্রীকে নোটিশ পাঠিয়েছিল ইডি। আর এবার কেজরিওয়ালকে নিজেদের জালে জড়াতে চাইছে ইডি। 
  • Link to this news (আজকাল)