• ২২ জানুয়ারি ছত্তিশগড়ে ‘ড্রাই ডে’
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ২২ জানুয়ারিকে "ড্রাই ডে" হিসাবে ঘোষণা করল ছত্তিশগড় সরকার। সেদিন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেন, ছত্তিশগড়ের সঙ্গে অযোধ্যা জড়িয়ে রয়েছে। গোটা দেশে সেদিন এক অন্য ধরণের পরিবেশ তৈরি হবে। দীপাবলির আলোর মত সেজে উঠবে দেশের বিভিন্ন প্রান্ত। ছত্তিশগড়ের প্রতিটি প্রান্তেও আলোর উৎসবে সামিল হবেন সকলে। তাই সেদিন "ড্রাই ডে" হিসাবে ঘোষণা করা হল। ১৬ জানুয়ারি থেকে রামলালার প্রাণ প্রতিষ্ঠার নিয়ম চালু হয়ে যাবে। বারাণসীর সাধু লক্ষ্মীকান্ত দীক্ষিত এই কাজ করবেন। ছত্তিশগড়বাসীরাও সেদিন নিজেদের মত করে এই অনুষ্ঠানে যোগদান করবেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে সেদিন অন্য ধরণের পরিবেশ তৈরি হবে। তাই প্রশাসনের কাজে যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর দিতেই সেদিন "ড্রাই ডে" হিসাবে ঘোষণা করা হল, জানালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। 
  • Link to this news (আজকাল)