• ইভিএম বদলের পক্ষে সওয়াল কংগ্রেস নেতা অধীর চৌধুরীর
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ইভিএম-এর ব্যবহার নিয়ে বিগত কয়েক বছরে একাধিক বিরোধী রাজনৈতিক দল সরব হয়েছে। দেশের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোর বক্তব্য ইভিএম মেশিন "হ্যাক" করে বিভিন্ন নির্বাচনে বারবার জয়ী হচ্ছেন বিজেপি প্রার্থীরা। তাই ব্যালটে ভোট গ্রহণ প্রক্রিয়া আবার ফিরিয়ে আনা হোক। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলোর এই দাবি নস্যাৎ করে একাধিকবার জাতীয় নির্বাচন কমিশন দাবি করেছে- ভারতে যে ইভিএম ব্যবহার করা হয় তা ১০০ শতাংশ নিরাপদ এবং এগুলোকে "হ্যাক" করা সম্ভব নয়। তবে সম্প্রতি কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদা দাবি করেছেন- আগামী লোকসভা নির্বাচনে ইভিএম যদি ঠিক না থাকে তাহলে বিজেপি গোটা দেশে ৪০০-র বেশি আসনে জয়লাভ করতে পারে। ২০২৩ বিধানসভা নির্বাচনে তিনটি রাজ্যে পরাজয়ের পরও একাধিক কংগ্রেস নেতা দাবি করেছেন বিজেপি ইভিএম "হ্যাক" করে নির্বাচনে জয়লাভ করেছে। এরই মধ্যে বুধবার বহরমপুরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীও ইভিএম-এর পরিবর্তে ব্যালটে লোকসভা ভোট করার পক্ষে সওয়াল করলেন। তিনি বলেন, "ইতিমধ্যেই বহু বিশেষজ্ঞ ইভিএম বদলানোর পক্ষে সাওয়াল করেছেন। আমরা দেখতে পাচ্ছি ইউরোপ এবং আমেরিকাতে ইভিএম ছেড়ে সেখানকার মানুষ এখন ব্যালটে ভোট দিচ্ছেন।" অধীর চৌধুরী বলেন, "যদি ইভিএম একান্তই চালু থাকে তাহলে সমস্ত মেশিনের সাথে ভিভিপ্যাট থাকা সুনিশ্চিত করতে হবে।" প্রসঙ্গত-ভিভিপ্যাট থাকা ইভিএম মেশিনগুলোতে কোনও ভোটার ভোট দান করার পর দেখতে পান তিনি যে প্রতীকের পাশের বোতাম টিপেছেন সেই প্রতীকে ভোট পড়েছে কিনা। ভোটার যে প্রতীকের পাশের বোতাম টেপেন ভিভিপ্যাট থেকে সেই প্রতীকের একটি স্লিপ বার হয় এবং সেটি কিছুক্ষণ দৃশ্যমান থাকার পর মেশিনের ভিতর জমা হয়ে যায়।
  • Link to this news (আজকাল)