• দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের পরও মুর্শিদাবাদে পথ অবরোধ ট্রাক চালকদের ...
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকার নতুন ন্যায় সংহিতায় গাড়ি চাপা দেওয়ার ঘটনাতে শাস্তির যে সংস্থান রয়েছে তা কার্যকর করার আগে বিষয়টি নতুন করে বিবেচনা করার আশ্বাস দেওয়ার পর মঙ্গলবার দেশজুড়ে ট্রাকচালকরা তাঁদের বিক্ষোভ এবং পথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। যদিও সেই বার্তা সর্বত্র না পৌঁছনোতে বুধবার ফের একবার ট্রাক চালকরা মুর্শিদাবাদ জেলাতে পথ অবরোধ করলেন। আজ সকাল ১১ টা নাগাদ মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার চকশাপুর এলাকাতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ট্রাক এবং লরি চালকেরা। প্রসঙ্গত, গতকাল কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার সাথে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিরা একটি বৈঠকে বসেন। তারপরেই কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব প্রতিশ্রুতি দিয়েছেন নতুন আইন বলবৎ করার আগে মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিদের সাথে আবার আলোচনা করা হবে। নতুন ন্যায় সংহিতা আইনের একটি ধারাতে বলা হয়েছে গাড়ি চালকের ভুলে দুর্ঘটনা হলে এবং পুলিশ-প্রশাসনের আধিকারিককে না জানিয়ে গাড়ি চালক এলাকা ছেড়ে পালিয়ে গেলে তার দশ বছর পর্যন্ত জেল বা সাত লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে। সামশেরগঞ্জে বিক্ষোভরত ট্রাক চালকেরা বলেন, "সব সময় লরিচালকের দোষে পথ দুর্ঘটনা ঘটে না। অন্য গাড়ি চালক বা পথচারীদের ভুলের কারণেও একাধিক বা দুর্ঘটনা ঘটে। কিন্তু যেকোনও দুর্ঘটনার পর যদি লরি চালককে গ্রেপ্তার করা হয় তাহলে আমাদের পক্ষে রাস্তায় গাড়ি নিয়ে বার হওয়া সম্ভব নয়। কেন্দ্র সরকার যতদিন না এই আইন প্রত্যাহার করবে ততদিন আমরা পথে থাকব এবং আন্দোলন চালিয়ে যাব।"যদিও পথ অবরোধ হওয়ার মিনিট ১৫ এর মধ্যেই সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এলাকাতে পৌঁছে অবরোধকারীদের সাথে কথা বলে তাঁদের জাতীয় সড়ক থেকে সরিয়ে দেয় এবং যান চলাচল স্বাভাবিক করে। সামশেরগঞ্জ থানার এক শীর্ষ আধিকারিক জানান - কেন্দ্র সরকারের সাথে মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিদের বৈঠকের খবর সমস্ত ট্রাক চালকদের কাছে না পৌঁছনোর ফলে কিছু লরি চালক জাতীয় সড়ক অবরোধ করেছিলেন।
  • Link to this news (আজকাল)