• ফিরল জাঁকিয়ে ঠান্ডার আমেজ, আগামী দু'দিন জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস ...
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলায় ফিরল ভরপুর শীতের আমেজ। বছরের প্রথম সপ্তাহেই এক ধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ। উত্তর থেকে দক্ষিণবঙ্গে রীতিমতো জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হচ্ছে। যদিও বেলা গড়ালে কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরম বাড়বে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। গত ১৮ ডিসেম্বর কলকাতার তাপমাত্রার পারদ নেমেছিল ১৪.১ ডিগ্রিতে। সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল প্রায় সমস্ত জেলা। আগামী কয়েকদিন কুয়াশার দাপট থাকবে। বুধবারে শীতের আমেজ অনুভূত হলেও, বৃহস্পতিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। বাংলাদেশ সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় আগামিকাল থেকে বাড়বে তাপমাত্রা। আগামী দুই দিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। সান্দাকফু-সহ দার্জিলিঙের উঁচু জায়গায় তুষারপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়েও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
  • Link to this news (আজকাল)