• সাইবার সচেতনতায় কলকাতায় ঘুরবে বাস
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় এবার সাইবার সচেতনতার জন্য কলকাতা পুলিশের বাস প্রচারাভিযান চালাবে। মূলত পড়ুয়াদের সচেতন করতেই এই উদ্যোগ। আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত এই বাসটি মঙ্গলবার আনা হল লালবাজারে। এই বাসেই পড়ুয়ারা সাইবার সচেতনতা সম্পর্কে ক্যুইজে অংশ নিতে পারবে। এই বাসে রয়েছে একটি বোর্ড। তাতে লেখা আছে সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্কে খুব বেশি না জানানোই ভাল। প্রোফাইল সব সময় লক করে রাখতে। এবং অচেনা কাউকে বন্ধু হিসেবে না–‌করতে। কীভাবে সোশ্যাল মিডিয়ার ব্যবহার করতে হবে, সে সম্পর্কে তথ্য দেওয়া আছে। অনেকেই প্রতারকদের ফাঁদে পড়ে বিভিন্ন সমস্যায় ভোগেন। তাই, সেই সব সমস্যা থেকে মুক্তি পেতেই এই বাস প্রচারাভিযান চালাবে কলকাতাজুড়ে। বাসে লেখা রয়েছে, সাইবার জগৎ সম্পর্কে সচেতন হোন। সেখানে বলা আছে, ভুয়ো মেসেজে অফার, ছাড় ইত্যাদির ফাঁদে পড়ে অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা খোয়া যায়। সেগুলি থেকে সতর্ক হবেন। পাবলিক ওয়াইফাই ব্যবহার করায় সতর্ক থাকতে হবে। কারণ, সেখানেও প্রতারকরা ফাঁদ পেতে আছে। ওটিপি, পিন, পাসওয়ার্ড শেয়ার করলে বিপদ হবে। তাই এগুলি করবেন না। এই বাসটির নাম দেওয়া হয়েছে সাই–‌বাজ। কলকাতা পুলিশের এক কর্তা জানান, শুধু পড়ুয়ারাই নন, সব বয়সীরাই সতর্ক হতে পারবেন। বলা হচ্ছে, বিভিন্ন সংস্থাকে তাদের অফিসিয়াল ই–‌মেল ব্যবহার করার সময় সতর্ক থাকার কথা। কারণ, প্রতারকরা একইরকম দেখতে ই–‌মেল আইডি তৈরি করে আপনার কাছে পাঠিয়ে প্রতারণা করবে। সংশ্লিষ্ট সংস্থার পদস্থ কর্তাদের নাম ব্যবহার করে ই–‌মেল আইডি তৈরি করে প্রতারণা করবে। এই সমস্তই জানানো হবে ওই সাইবার ‌বাসে। আগামী সপ্তাহেই এটির উদ্বোধন হওয়ার কথা।
  • Link to this news (আজকাল)