• 'গাজা ছেড়ে প্যালেস্টাইনিদের অন্য দেশে চলে যাওয়া উচিত'! কে বললেন এ কথা'
    ২৪ ঘন্টা | ০৩ জানুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্যালেস্টাইন-ইজরায়েলের সংঘাতের আগুনে যেন ঘি পড়ল! ইজরায়েলের মন্ত্রী প্যালেস্টাইনবাসীদের নিয়ে অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন। যা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

    গাজা ছেড়ে প্যালেস্টাইনিদের অন্য দেশে চলে যাওয়া এবং উপত্যকায় নতুন ইজরায়েলি বসতি গড়ে তোলার আহ্বান জানিয়ে দুই ইজরায়েলি মন্ত্রী সম্প্রতি যে বক্তব্য রেখেছেন, তার কড়া নিন্দা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার মঙ্গলবার এই ধরনের বক্তব্যের সমালোচনা করেন।বেজালেল স্মট্রিচ ও ইটামার বেন-গ্যভির-- এই দুই ইজরায়েলি মন্ত্রী বলেছেন, তাঁরা মনে করেন গাজা থেকে অন্য দেশে চলে যাওয়ার জন্য প্যালেস্টাইনিদের উদ্বুদ্ধ করা উচিত। গাজায় ইহুদি বসতি স্থাপনকারীদের ফেরত পাঠানো উচিত বলেও মনে করেন তাঁরা। আর এরই নিন্দা করে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ইজরায়েলের দুই মন্ত্রী বেজালেল স্মট্রিচ ও ইটামার বেন-গ্যভির সম্প্রতি প্যালেস্টাইনিদের জন্য গাজা উপত্যকার বাইরে নতুন বসতি গড়ে তোলার আহ্বান জানিয়ে যেসব কথা বলেছেন, তা উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য।মিলার যোগ করেন, গাজা প্যালেস্টাইনের ভূখণ্ড এবং তা প্যালেস্টাইনের ভূখণ্ড হিসেবেই থাকবে। হামাস ভবিষ্যতে আর এটি নিয়ন্ত্রণ করতে পারবে না। ২০০৫ সালে ইজরায়েল একতরফাভাবে গাজা থেকে তাদের সেনা এবং বসতি স্থাপনকারীদের সরিয়ে নেয়। এর মধ্য দিয়ে ১৯৬৭ সাল থেকে তাদের দীর্ঘ অবস্থানের অবসান হয়। তবে সেনা সরিয়ে নিলেও গাজা সীমান্তের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইজরায়েলের হাতে থেকে যায়। গত ৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে ইজরায়েল সরকার গাজার মানুষদের উৎখাত করা বা গাজা উপত্যকায় ইহুদি বসতি স্থাপনকারীদের ফেরত পাঠানোর পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক কোনও ইঙ্গিতও করেনি। তবে মন্ত্রী বেন-গ্যভির যুক্তি দেখিয়েছেন, গাজা থেকে প্যালেস্টাইনিদের চলে যাওয়া এবং সেখানে নতুন করে ইজরায়েলি বসতি গড়ে তোলাটাই সঠিক, ন্যায্য, নৈতিক ও মানবিক সমাধান হবে!
  • Link to this news (২৪ ঘন্টা)