• ০ রানে ৬ উইকেট, একদিনে মোট ২৩! ব্যাটারদের ব্যর্থতা ঢেকে ভারতকে ম্যাচে রাখলেন সিরাজ, মুকেশরা...
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ০ রানে ৬ উইকেট। ১৫৩ রানে ৪ থেকে ১৫৩ রানে ১০। বুধবার কেপটাউনে ভারতীয় ব্যাটিংয়ের অদ্ভুত পতনের সাক্ষী থাকল ক্রিকেটমহল। চা পানের বিরতির পর একটা সময় ৪ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ১৫৩। এরপর মাত্র ১১ বলে বাকি ৬ উইকেট হারায় ভারত। তাও আবার স্কোরবোর্ডে একটাও রান যোগ না করে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ইনিংস। নাটকের সাক্ষী থাকল ক্রিকেট ভক্তরা। ধ্বংসের শুরু ৩৪তম ওভারে কেএল রাহুলের আউট দিয়ে। এনগিডির ওভারের প্রথম বলেই ফিরে যান। একই ওভারে ফিরলেন রবীন্দ্র জাদেজা এবং যশপ্রীত বুমরা। পরের ওভারেই বাকি কাজ সারেন রাবাডা। অর্ধশতরানের আগেই আউট হন বিরাট কোহলি। ওভারের দ্বিতীয় বলেই ৪৬ রানে ফেরেন। একই ওভারে সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণকে আউট করে ভারতের ইনিংস গুটিয়ে দেন রাবাডা। অথচ দিনের শুরুটা দাপটের সঙ্গে করেছিল ভারতীয় দল। ৬ উইকেট তুলে নিয়ে ভারতকে চালকের আসনে বসিয়ে দেন মহম্মদ সিরাজ। কিন্তু তার বিশেষ ফায়দা তুলতে পারেনি ব্যাটাররা। এই নিয়ে তিনবার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট তুলে নেন সিরাজ। ৯ ওভারে ১৫ রান দিয়ে ৬ উইকেট সংগ্রহ ভারতীয় পেসারের। টসে জিতে ব্যাটিং নেন ডিন এলগার। এই ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়। প্রথম থেকেই নিয়মিত উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ রান ভেরেনের (১৫)। মাত্র দু"জন দু"অক্ষরের রানে পৌঁছয়। ২৩.২ ওভারে মাত্র ৫৫ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। কিন্তু বড় রানের লিড নিতে পারল না ভারত। প্রথম ইনিংসের শেষে ৯৮ রানে এগিয়ে ছিল রোহিত শর্মারা। যশস্বী জয়েসওয়াল শূন্যতে ফিরলেও শুরুটা যথেষ্ট ভাল করে ভারত। আরও একবার অর্ধশতরানের কাছাকাছি এসে ৩৯ রানে আউট হন রোহিত। শুরুটা ভাল করেও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি শুভমন গিল। ৩৬ করে আউট হন। ভারতের হয়ে সর্বোচ্চ রান বিরাট কোহলির। ৪৬ করেন প্রাক্তন অধিনায়ক। বাকিরা এলেন এবং গেলেন। এগারোজনের মধ্যে সাতজন শূন্য করে। রাহুলের (৮) আউট থেকেই পতনের শুরু। যা বিশ্বাস করা দুষ্কর। ভারতের তারকাখচিত ব্যাটিং অর্ডারের এই শোচনীয় হাল কল্পনাতীত। ৩৪.৫ ওভারে ১৫৩ রানে অলআউট ভারত। দু"ঘণ্টায় শেষ হয়ে গিয়েছিল প্রোটিয়াদের ইনিংস। ভারতীয় ব্যাটিং টিকল তিন ঘণ্টার কাছাকাছি। কেপটাউন টেস্টের প্রথম দিন ২৩ উইকেট পড়ল। প্রথম দিনই দ্বিতীয় ইনিংস খেলতে নেমে তিন উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ভারতের থেকে এখনও ৩৬ রানে পিছিয়ে তাঁরা। দিনের শেষে ৩ উইকেট হারিয়ে প্রোটিয়াদের রান ৬২। ফিরে গিয়েছেন ডিন এলগার (১২), টনি ঝর্জি (১) এবং তৃষ্টান স্টাবস (১)। বিদায়ী টেস্টের দুই ইনিংসেই রান পেলেন না এলগার। দিনের শেষে ৩৬ রানে অপরাজিত আইডেন মার্করাম। উল্টোদিকে ৭ রানে ব্যাট করছেন ডেভিড বেডিংহ্যাম। দ্বিতীয় ইনিংসে এখনও উইকেট পাননি মহম্মদ সিরাজ। বাংলার মুকেশ কুমারের শিকার ২ উইকেট। বুমরার এক। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট শেষ হয়েছিল তিনদিনে। কেপটাউন টেস্টের যা অবস্থা, দ্বিতীয় দিন শেষ হয়ে গেলে অবাক হাওয়ার কিছু থাকবে না। পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে। বৃহস্পতিবারই ফয়সালা হয়ে যেতে পারে সিরিজের।
  • Link to this news (আজকাল)