• দু'সেশনে ১৪ উইকেট! ভারতের ভাগ্য নির্ভর করছে বিরাট, রাহুলের ওপর...
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রথম দু"সেশনে ১৪ উইকেট! ৫৫ রানে দক্ষিণ আফ্রিকা অলআউট হওয়ার পর চায়ের বিরতিতে ৪ উইকেট হারিয়ে ভারতের রান ১১১। প্রথম ইনিংসে ৫৬ রানে এগিয়ে ভারত। ক্রিজে ২০ রানে অপরাজিত বিরাট কোহলি। এখনও খাতা খোলেনি কেএল রাহুল। এই জুটির ওপর অনেকটাই নির্ভর করছে দ্বিতীয় টেস্টে ভারতের ভাগ্য। বড় লিডের জন্য দু"জনের ব্যাট থেকেই রান চাইবেন রোহিত। প্রথম টেস্টে জঘন্য হারের পর কেপটাউনে দুরন্ত প্রত্যাবর্তন ভারতের। সৌজন্যে মহম্মদ সিরাজ। ৯ ওভারে ১৫ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন। একটুর জন্য ব্যক্তিগত রেকর্ড হাতছাড়া হলেও, তাঁর দাপটে সবচেয়ে কম রানে বিপক্ষের ইনিংস শেষ করতে সক্ষম হয় ভারত। জোড়া উইকেট নেন বুমরা। দুটো উইকেট বাংলার মুকেশ কুমারের। ২৩.২ ওভারে শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। মাত্র দু"জন দু"অক্ষরের রানে পৌঁছয়। সর্বোচ্চ রান কাইল ভেরানের (১৫)। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ডিন এলগার। সেই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়। ব্যাট করতে নেমে শূন্য রানে ফেরেন যশস্বী জয়েসওয়াল।‌ রোহিত শর্মা, শুভমন গিল শুরুটা ভাল করেন। কিন্তু কেপটাউনের বাউন্সি উইকেটে ব্যাট করা সহজ ছিল না। তাতেই মার খান রোহিত। ৩৯ রানে আউট হন ভারত অধিনায়ক। ৩৬ রান করে ফেরেন গিল। ব্যর্থ শ্রেয়স আইয়ার। দ্বিতীয় বলে শূন্য রানে ফেরেন। সাত বল খেলে ফেললেও এখনও নিজের খাতা খুলতে পারেননি রাহুল। সেঞ্চুরিয়ানের পর কেপটাউনেও বিধ্বংসী বোলিং নান্দ্রে বার্গারের। তিন উইকেট তুলে নেন। তবে সিরাজের বোলিংয়ে চালকের আসনে ভারত। এবার তার ফায়দা তুলতে হবে ভারতীয় ব্যাটারদের।‌
  • Link to this news (আজকাল)