• নজির ভারতের, অল্পের জন্য রেকর্ড হাতছাড়া সিরাজের
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নয়া নজির ভারতের। সবচেয়ে কম রানে বিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার রেকর্ড সিরাজ, বুমরাদের। কেপটাউনে মাত্র ৫৫ রানে শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস। এর আগে ভারত কোনওদিন এত কম রানে বিপক্ষের ইনিংস শেষ করতে পারেনি। তবে এটাই দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন রান নয়। ১৮৯৬ সালে মাত্র ৩০ রানে শেষ হয়ে গিয়েছিল প্রোটিয়াদের ইনিংস। এর আগে ২০১১ সালে মুম্বইয়ে নিউজিল্যান্ডকে ৬২ রানে অলআউট করেছিল ভারত। সেটাই ভারতীয় দলের বিরুদ্ধে কোনও দলের সবচেয়ে কম রানের ইনিংস ছিল। এবার সেটা ভেঙে গেল। তবে বিদেশের মাটিতে এটাই সবচেয়ে বড় সাফল্য ভারতীয় বোলারদের। টেস্টের ইতিহাসে মোট সাতবার ৫০ রানের মধ্যে শেষ হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। শেষবার ১৯৩২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৫ রানে অলআউট হয়ে গিয়েছিল প্রোটিয়ারা। এদিন কেপটাউনে আগুন ঝরান মহম্মদ সিরাজ। কিন্তু অল্পের জন্য রেকর্ড হাতছাড়া হল। আর একটি উইকেট পেলেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে সেরা বোলিং গড় হত তাঁর। এই নজির রয়েছে শার্দূল ঠাকুরের। দু"বছর আগে ৬১ রানে ৭ উইকেট নেন। এছাড়াও সাত উইকেট নেওয়ার নজির আছে হরভজন সিংয়ের। ২০১১ সালে কেপটাউনে ৭ উইকেট নিয়েছিলেন ভাজ্জি। এদিন ৯ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন সিরাজ। প্রোটিয়াদের দেশে ছয় উইকেট নেওয়ার নজির রয়েছে জাভাগাল শ্রীনাথ, অনিল কুম্বলে এবং রবীন্দ্র জাদেজার। 
  • Link to this news (আজকাল)