• ছাঁটাই ফেরান্দো, মোহনবাগানের নতুন কোচ হাবাস
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: হারের ব্যর্থতা নিয়ে সরে যেতে হল জুয়ান ফেরান্দোকে। ছাঁটাই করা হল স্প্যানিশ কোচকে। বুধবার সকালে ফেরান্দোর সঙ্গে বৈঠকে বসেন মোহনবাগান সুপারজায়ান্টের কর্তারা। দীর্ঘক্ষণ চলে আলোচনা। ড্রেসিংরুমের কন্ট্রোল ফেরান্দোর হাত থেকে চলে গিয়েছে। ম্যান ম্যানেজমেন্টে সমস্যা হচ্ছে। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। শেষপর্যন্ত গোল্ডেন হ্যান্ডশেক করে সরিয়ে দেওয়া হল ফেরান্দোকে। তাঁর জায়গায় মোহনবাগানের দায়িত্ব নিচ্ছেন আন্তোনিও লোপেজ হাবাস। সুপার কাপ থেকেই সবুজ মেরুনের দায়িত্ব সামলাবেন তিনি। বর্তমানে স্পেনে রয়েছেন হাবাস। সুপার কাপে মোহনবাগানের প্রথম ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন দু"বারের আইএসএল জয়ী কোচ। ততদিন ট্রেনিং সামলাবেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। বুধবার থেকে তাঁর অধীনেই প্র্যাকটিস করবেন কামিন্স, হুগোরা।‌মোহনবাগান সুপার জায়ান্টের টেকনিক্যাল ডিরেক্টরের পদে আছেন হাবাস। আইএসএলের পর ফেরান্দোর কোচিংয়ে এবার ডুরান্ড কাপ জেতে মোহনবাগান। এই দুটো ট্রফি জেতার জন্য স্প্যানিশ কোচকে ধন্যবাদ জানায় ম্যানেজমেন্ট। প্রসঙ্গত, দু"বছর আগে ডিসেম্বরে হাবাসকে সরিয়ে এফসি গোয়া থেকে ফেরান্দোকে কোচ করা হয়েছিল। নতুন বছরে ফের উলট-পুরাণ। আবার নিজের পুরোনো জায়গায় ফিরলেন আইএসএলের সবচেয়ে সফল কোচ। 
  • Link to this news (আজকাল)